শিরোনাম

স্পেনকে ভয় পাচ্ছেন না গ্রিজম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

স্পেনকে ভয় পাচ্ছেন না গ্রিজম্যান: ইউরো শিরোপার খরা ঘোচাতে প্রস্তুত ফ্রান্স

২০০০ সালের পর থেকে ইউরোর শিরোপা জিততে পারেনি ফ্রান্স। এবার সেই শিরোপার খরা ঘোচানোর পালা তাদের। ট্রফি জয়ের পথে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম দাবিদার স্পেন।

ফ্রান্স অনেকটা ভাগ্যের সহায়তায় শেষ চারে জায়গা পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে এবং আঁতোয়ান গ্রিজম্যানের মতো তারকা খেলোয়াড়রা দলে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত ওপেন প্লে থেকে গোল করতে পারেননি, যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেলেও সেগুলো এসেছে আত্মঘাতী এবং টাইব্রেকারে। তাই স্পেনের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। স্পেনের বিপক্ষে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ফ্রান্স ভয় পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে গ্রিজম্যান জানিয়েছেন, তারা স্পেনকে ভয় পাচ্ছেন না। তাদের হারিয়েই দল ফাইনালে উঠবে বলে আশা করছেন তিনি।

শেষ চারের ম্যাচ নিয়ে গ্রিজম্যান বলেছেন, “কোনো দলকেই আমরা ভয় পাচ্ছি না। আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাসী থাকতে হবে যেন মাঠে সর্বোচ্চটুকু দিয়ে ফাইনালে উঠতে পারি। ফাইনালে পৌঁছাতে এক ম্যাচের জয়ই বাকি। শেষ চারে সুযোগ পাওয়াটাও অসাধারণ।”

  local-nogod-300-x-250