শিরোনাম

হজযাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো উড়ন্ত ট্যাক্সি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
হজযাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো উড়ন্ত ট্যাক্সি

হজযাত্রীদের যাতায়াত সহজ করতে সৌদি আরব উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করেছে। দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের চেয়ারম্যান ও ট্রান্সপোর্ট এবং লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসার গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এই বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করে হজযাত্রীরা মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে যাতায়াত করতে পারবেন।
তবে এ বছর এই উড়ন্ত ট্যাক্সি মূলত জরুরি সেবা, যেমন মালামাল ও ওষুধ পরিবহনের কাজে বেশি ব্যবহার করা হবে। দেশটির জেনারেল অথরিটি অভ সিভিল অ্যাভিয়েশন বোর্ডের দাবি, এয়ার ট্যাক্সির ব্যবহার যাত্রীদের ভ্রমণের সময় কমিয়ে আনবে এবং বিশেষ জরুরি মুহূর্তে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সৌদির দাবি, এই ধরনের উড়ন্ত ট্যাক্সি সেবা বিশ্বে প্রথম। তবে সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু দেশও এয়ার ট্যাকসি চালু করার উদ্যোগ নিয়েছে।
আগামী ১৫ জুন থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। হজ পালন করতে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে জড়ো হয়েছেন।

  • উড়ন্ত ট্যাক্সি
  • ঊষারবাণী
  • হজযাত্রী
  •   local-nogod-300-x-250