শিরোনাম

৫৩০ হজযাত্রীর মৃত্যু: মিশরে ১৬টি ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
৫৩০ হজযাত্রীর মৃত্যু: মিশরে ১৬টি ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় ১৬টি ট্যুরিজম কোম্পানির লাইসেন্স বাতিল করেছে মিশর এবং তাদের বিচারের জন্য পাবলিক প্রসিকিউটরের কাছে হস্তান্তর করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছর হজের সময় মক্কায় মিশরের ৫৩০ জন হজযাত্রী মারা গেছেন, যা নিশ্চিত করেছে মেডিকেল এবং নিরাপত্তা সূত্র। মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির নেতৃত্বে গঠিত একটি কমিটি এই মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার গঠন করা হয়। কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৩১ জন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, যেসব হজযাত্রী মারা গেছেন তাদের ট্যুরিজম কোম্পানিগুলো কোনো ধরনের মেডিকেল সুবিধা প্রদান করেনি। হজের সময় সৌদি কর্তৃপক্ষ হাজিদের নিরাপত্তার জন্য মেডিকেল সুবিধাসহ ছাউনি স্থাপন করে, যা হজ ভিসায় যাওয়া যাত্রীদের প্রদান করা হয়। তবে যারা ব্যক্তিগত ভিসা কিংবা ভ্রমণ ভিসায় হজে অংশ নিয়েছেন, তাদের জন্য কোনো সুবিধা প্রদান করা হয়নি। মিশরের হজযাত্রীরা ভ্রমণ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। ফলে, তারা পুলিশের গ্রেফতার এড়াতে মরুভূমির পথ ধরে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করতে গিয়ে মৃত্যুবরণ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাভেল এজেন্সিগুলো হজযাত্রীদের বাসস্থানের কোনো ব্যবস্থা না রেখেই হজে পাঠিয়েছে, ফলে তাদের তীব্র তাপমাত্রার সঙ্গে লড়াই করতে হয়েছে। মিশর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের মধ্যে ৩১ জন দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং বাকি যারা মারা গেছেন তারা নিবন্ধিত হজযাত্রী ছিলেন না।

  • ঊষারবাণী
  • মিশর
  • লাইসেন্স
  • সৌদি আরব
  • হজযাত্রী
  •   local-nogod-300-x-250