শিরোনাম

ব্যক্তিগত তথ্য ব্যবহারে এআই মডেল তৈরির জন্য মেটাকে হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল তৈরির জন্য ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে। এই ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় সেন্টার ফর ডিজিটাল রাইটস (এনওওয়াইবি) বৃহস্পতিবার (৬ জুন) মেটাকে হুঁশিয়ারি দিয়েছে, যেন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জুন থেকে মেটা একটি নতুন নীতি কার্যকর করবে। এই নীতির আওতায় মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের ব্যক্তিগত পোস্ট, ছবি এবং অনলাইন ট্র্যাকিং ডেটা ব্যবহার করা হবে, তবে এজন্য ব্যবহারকারীদের অনুমতি নেওয়া হবে না।

মেটার এই নতুন নীতির তীব্র সমালোচনা করেছে অলাভজনক ইউরোপীয় সংস্থা এনওওয়াইবি। সংস্থাটি মেটার বিরুদ্ধে ১১টি অভিযোগ তুলেছে।

এ অভিযোগের জবাবে মেটা জানিয়েছে, তারা এআই প্রশিক্ষণের জন্য সর্বজনীনভাবে উপলব্ধ অনলাইন এবং লাইসেন্সপ্রাপ্ত তথ্য ব্যবহার করবে। এছাড়াও, ব্যবহারকারীরা জনসাধারণের সঙ্গে শেয়ার করা পণ্য এবং পরিষেবার তথ্যও ব্যবহার করা হবে। মেটার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করছে।

এদিকে, ইউরোপীয় সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন লঙ্ঘনের অভিযোগে মেটা এবং অন্যান্য বিগ টেক কোম্পানির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে, যার ফলে অভিযুক্ত কোম্পানিগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

উল্লেখ্য, মেটার বিরুদ্ধে আগেও তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ উঠেছে এবং এজন্য তাদের বিশাল অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে।