শিরোনাম

ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে এই হলুদ কার্ড দেখেন তিনি। ফলে, কোচ দোরিভাল জুনিয়রকে ভিনিসিয়ুস ছাড়াই কোয়ার্টার ফাইনালের পরিকল্পনা সাজাতে হবে।

প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে ৮৩তম মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস। সেই ম্যাচে ব্রাজিলের হয়ে এদার মিলিতাও, ভেন্দেল ও লুকাস পাকেতা কার্ড দেখেছেন। এই খেলোয়াড়দের কোয়ার্টার ফাইনালের জন্য নিরাপদে রাখতে তাদের কলম্বিয়ার বিপক্ষে খেলানো হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

ম্যাচ জয়ের জন্য সেরা একাদশই মাঠে নামান দোরিভাল, তবে ফলাফল তার পক্ষে যায়নি। কলম্বিয়ার বিপক্ষে ৭ মিনিটের ফাউলে ভিনিসিয়ুস কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন।

উরুগুয়ে এ মুহূর্তে আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতে শেষ আটে উঠেছে তারা। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিলকে হারিয়েছিল তারা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর একমাত্র দল হিসেবে তাদের হারিয়েছে উরুগুয়ে। তাই ভিনিসিয়ুস ছাড়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য মোটেই সহজ হবে না।

দোরিভালকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে পুরো দল নিয়ে নতুন করে ভাবতে হবে। ডিফেন্সের সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। মিডফিল্ডে জোয়াও গোমেজ, ব্রুনো গিমারেস, এবং লুকাস পাকেতার পারফরম্যান্স আশানুরূপ নয়। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ বাদ দিলে বাকি দুই ম্যাচে আক্রমণভাগও নিষ্প্রভ ছিল। আক্রমণের সময় বোঝাপড়া ও স্বতঃস্ফূর্ততার অভাবও বেশ স্পষ্ট।

কোস্টারিকার বিপক্ষে ভিনিসিয়ুস যখন প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে বিপদে পড়ছিলেন, তখন এনদ্রিককে মাঠে নামানো হয়। তবে এই পরিবর্তনও ফল আনতে ব্যর্থ হয়। কলম্বিয়ার বিপক্ষেও দোরিভাল ফরমেশনে কিছু পরিবর্তন আনেন, তবে সফল হননি। রাফিনিয়া এবং আন্দ্রেস পেরেইরাকে পজিশন বদলাতে হলেও ব্রাজিল জয় আনতে পারেনি।

উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস না থাকায় দোরিভাল হয়তো খুব বেশি ঝুঁকি নেবেন না। এনদ্রিককে সেন্টার ফরোয়ার্ড রেখে দুই পাশে রদ্রিগো ও রাফিনিয়াকে খেলানোর সম্ভাবনা রয়েছে। এই ফরমেশন কাজ না করলে বিকল্প হিসেবে স্যাভিও কিংবা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে খেলানোর সুযোগ থাকবে। শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের পরিবর্তে যেই আসুক, দলীয় ঐক্য ছাড়া ভালো করার সুযোগ নেই ব্রাজিলের, বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে।