শিরোনাম

কাজে যোগ না দিলে পল্লী বিদ্যুতে বিকল্প নিয়োগ, হুঁশিয়ারি উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যদি কাজে যোগ না দেন, তবে বিকল্প জনবল নিয়োগ দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি বা অন্য কোনো সংস্থা নাশকতা করলে তা বরদাশত করা হবে না। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

সম্প্রতি কয়েক কর্মকর্তার চাকরিচ্যুতি এবং কিছু কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির নেতাকর্মীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে। এর ফলে পল্লী বিদ্যুতের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী পবিসের কিছু নেতাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। এরপরও বিভিন্ন এলাকায় সমিতির কর্মীরা কাজে না গিয়ে আন্দোলনের ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে উপদেষ্টার বক্তব্য আসে।

ফাওজুল কবির খান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি ও আরইবি (গ্রামীণ বিদ্যুৎ বোর্ড) একীভূত করা বা অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি তোলা হয়েছে, কিন্তু রাতারাতি এসব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এতে অর্থনৈতিক জটিলতা রয়েছে।

তিনি আরও বলেন, ‘কেউ আইনত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে না। অনেকেই সরকারকে দুর্বল মনে করছেন, কিন্তু তা সত্য নয়। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে এ সরকার এসেছে, তাই জনগণের সমর্থন রয়েছে।’

উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিদ্যুতের সাবস্টেশন বা লাইন কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের সাংবিধানিক অধিকার। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজে না ফিরলে বিকল্প জনবল দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে কাজ শুরু করেছে। বিদ্যুৎ বন্ধ করা বেআইনি ও অন্যায়, তাই কর্মীদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।