শিরোনাম

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

আজ শনিবার সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবির বিষয়ে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লা ও জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রবিবার থেকে শুরু হবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন।

আব্দুল হান্নান মাসুদ বলেন, সারা দেশের ছাত্র-নাগরিক, অভিভাবক ও মা-বোনেরা যেখানে আছেন, সবাই রাজপথে নেমে আসবেন। কেউ বাড়িতে বসে থাকবেন না। এটি আপনাদের দায়িত্ব এবং শহীদদের প্রতি আপনাদের দায়বদ্ধতা। প্রয়োজনে ভবনের নিচে এসে অবস্থান করুন, তবুও রাস্তায় থাকুন।
প্রসঙ্গত, শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250