শিরোনাম

আ.লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিটের শুনানি আগামী মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
আ. লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিটের শুনানি আগামী মঙ্গলবার

ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটি নিষিদ্ধের দাবিতে করা রিটের শুনানি আবারও পিছিয়েছে। হাইকোর্ট আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) এ রিটের শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন।

আজ রোববার (২৫ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন পিছিয়ে দিয়ে রিটকারী পক্ষকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

গত সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটিকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। রিটে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের আদেশও চাওয়া হয়েছে।

এছাড়াও, রিটে দেশের সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ অন্তত তিন বছর করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বিদেশে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনা এবং পূর্ববর্তী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি করার আদেশও চাওয়া হয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250