শিরোনাম

‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু আজ

বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১২ জুন) থেকে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। ঈদযাত্রার পার্শ্ববর্তী দিনে এই প্রকারের ট্রেন চলাচল অনুসরণ করা হবে। এই ঈদ স্পেশাল ট্রেনগুলি রেলওয়ে কর্তৃপক্ষ আনে ঘরমুখো মানুষদের ট্রেন যাত্রার সুবিধা অনুযায়ী।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের একটি কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এমন তথ্য প্রাপ্ত হয়।
কর্মপরিকল্পনায় উল্লিখিত হয়েছে যে, ঈদুল আজহার অবস্থানে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম মার্গে; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা মার্গে; ময়মনসিংহ ঈদ স্পেশাল ট্রেন (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম মার্গে; এবং কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম মার্গে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৭ দিন ধরে চলাচল করবে।
এ ছাড়া, পার্বতীপুর ঈদ স্পেশাল ট্রেন (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর মার্গে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) এবং ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) ধরে চলাচল করবে।
অন্যদিকে, শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার মার্গে; শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মার্গে; গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন (১৭ ও ১৮) পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর ; এবং এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন (১৯ ও ২০) ঠাকুরগাঁও-দিনাজপুর-ঠাকুরগাঁও মার্গে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

  • ঈদ স্পেশাল
  • ঈদুল আজহা
  • ঊষারবাণী
  • বাংলাদেশ রেলওয়ে
  • স্পেশাল
  •   local-nogod-300-x-250