শিরোনাম

কাল  চালু হচ্ছে না মেট্রোরেল 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
কাল  চালু হচ্ছে না মেট্রোরেল 

দীর্ঘ এক মাস ধরে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। যদিও আগামীকাল শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার পরিকল্পনা ছিল, তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট সরকার এমআরটি লাইন ৬-এর মেট্রোরেল পুনরায় চালু করার জন্য সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল। তবে অনিবার্য কারণবশত সেই পরীক্ষা-নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, মেট্রোরেল পুনরায় চালু করার আগে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অন্যান্য ১৪টি স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষা শেষ করতে হবে।

এদিকে, ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানের কিছু কর্মী বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করায় মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে হামলা চালানো হয়। এর পর ১৭ জুলাই বিকেল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ২০ জুলাই জরুরি মেরামতের জন্য এবং নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়, এবং কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন পুনরায় চালু হতে প্রায় এক বছর সময় লাগবে বলে জানানো হয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • মেট্রোরেল
  •   local-nogod-300-x-250