চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে সীমান্তের ওপারে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবদুল্লাহ নামের ওই ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের নজরুল ইসলাম ওরফে ইউসুফ ফকিরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা আবদুল্লাহকে গুলি করে হত্যা করে। এরপর বিএসএফ তার মরদেহ নিয়ে যায়। সোমবার রাত পর্যন্ত মরদেহ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, তারা গুলির খবর পেয়েছেন তবে বিস্তারিত নিশ্চিত নন। বিএসএফের সাথে যোগাযোগ করা হলেও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।