শিরোনাম

প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি মানিককে লিগ্যাল নোটিশ

কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি টকশোতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অশালীন আচরণের ঘটনায় এবং উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ বলার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নোটিশ পাঠানো হয়েছে।

ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পক্ষে অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এই নোটিশ পাঠান। নোটিশে সাবেক বিচারপতি মানিককে প্রকাশ্যে ও লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক বিচারপতি মানিক সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন এবং অনুষ্ঠানের শেষে তাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250