শিরোনাম

“মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে: দুর্যোগ উপদেষ্টা”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চলছে : দুর্যোগ উপদেষ্টা

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, দুর্গতদের উদ্ধার ও সহায়তায় সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী, স্বেচ্ছাসেবক, প্রশাসন এবং জনসাধারণ কাজ করছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টাদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

ফারুকী আজম জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে কাজ করে যেসব সংগঠন রয়েছে, তাদেরকেও নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও জানান, ভারতের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বর্তমানে ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত জেলা গুলো হলো– ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। বৃহস্পতিবার বন্যার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে ফারুকী আজম এসব তথ্য জানান।

তিনি বলেন, বন্যায় দেশের ৮ জেলায় অন্তত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুইজন মারা গেছেন।

  local-nogod-300-x-250