শিরোনাম

মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেটের খরচ বাড়ল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

মোবাইলে কথা বলার এবং ইন্টারনেট সেবার ওপর সংযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে টকটাইম এবং ইন্টারনেট সেবার উপর ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে, যা ২০% হয়েছে পূর্বের ১৫% থেকে বাড়িয়ে। মোবাইল রিচার্জের সময় এই অর্থ কেটে রাখা হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। এ প্রস্তাব প্রায়শই কার্যকর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সংযুক্ত শুল্কের বৃদ্ধির ফলে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চ আয় থেকে শুরু করে মধ্যবর্গ এবং নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য মোবাইল অত্যন্ত প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এমন অ্যাপ্লিকেশনগুলি জীবনের অনুষঙ্গ হিসাবে প্রবলভাবে প্রয়োজন। এই কারণে এসব ব্যবহারের ব্যয় আরও বৃদ্ধি পাবে।

বর্তমানে, যদি ১০০ টাকার টকটাইম পেতে হয় তাহলে ১৩৩ টাকা ২৫ পয়সা রিচার্জ করতে হবে। নতুন প্রস্তাব মেনে, ১০০ টাকার টকটাইম পেতে ১৩৯ টাকা রিচার্জ করতে হবে। এতে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে, বাকি অর্থ গ্রাহকের টকটাইমে যাবে।

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইলে কথা বলার উপর প্রথমবারের মতো ৩% সংযুক্ত শুল্ক আরোপ করা হয়েছিল। পরবর্তীতে এটি একাধিক বার বৃদ্ধি পেয়ে ১৫% হয়েছিল।

এই বিষয়ের সংশ্লিষ্ট ব্যক্তিগণ বলছেন, সংযুক্ত শুল্কের বৃদ্ধি গ্রাহকের উপর অপ্রীতিকর প্রভাব ফেলবে।

বিশেষত, মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা যখন কয়েক প্রান্তিক ধরে কমছে, তখন বৃদ্ধি করার প্রবণতার উপদেশ দেয়া হচ্ছে। সামাজিক ও আর্থিক পরিস্থিতিতে এই সাহায্য কার্যকরী হবে না, কারণ ব্যবহারকারীর ব্যয় এতে কমে যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাস পর্যন্ত মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৯ কোটি ৩৭ লাখ। তবে এক ব্যক্তির একাধিক মোবাইল ফোনের হিসাবও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দেশে ১২ কোটি ৫১ লাখ মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করে থাকে।

  • অর্থমন্ত্রী
  • ইন্টারনেট
  • ঊষারবাণী
  • শুল্ক
  •   local-nogod-300-x-250