শিরোনাম

মোবাইল নেটওয়ার্কে ফেসবুক-টেলিগ্রাম চলছে না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে
মোবাইল নেটওয়ার্কে ফেসবুক-টেলিগ্রাম চলছে না

মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়, এবং একইসঙ্গে টেলিগ্রামের সেবাও বন্ধ হয়ে যায়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে, ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্মগুলো—ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম—বন্ধ ছিল। এরপর, ওই দিন দুপুর ২টার পর এসব প্ল্যাটফর্ম পুনরায় চালু হয়।

মোবাইল ডেটা ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারী অনেকেই শুক্রবার দুপুর থেকে ফেসবুকে প্রবেশে সমস্যার মুখোমুখি হচ্ছেন। মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোরও একই অবস্থা। তবে, এই বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।