শিরোনাম

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
শেখ হাসিনাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল বাদী হয়ে এই মামলা করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্যদের পাশাপাশি তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাদী এস এম আমীর হামজা শাতিল বলেন, কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলগুলোতে সরকার নির্দয়ভাবে গুলি চালিয়েছে, যা বহু ছাত্র-জনতাকে হত্যা ও আহত করেছে। ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলা এলাকায় মিছিলে গুলি চালিয়ে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যা করা হয়। তিনি দাবি করেন, শেখ হাসিনা এই আন্দোলন দমনে কঠোর নির্দেশ দিয়েছেন, এবং অন্য আসামিরা পরস্পর যোগসাজশে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মামলার অভিযোগের ভিত্তিতে, বিচার কার্যক্রম চলমান রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • শেখ হাসিনা
  •   local-nogod-300-x-250