স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো প্রয়োজন বলে বিবেচনা করা হয়েছে। এর ফলে, সরকারি চাকরি অবসর আইন ২০১৮ এর ৪৫ ধারার অধীনে তাকে অবসর প্রদান করা হলো।