শিরোনাম

“২৪৩ মামলায় ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮২২”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
"২৪৩ মামলায় ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮২২"

কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মোট ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখন পর্যন্ত ২৮২২ জনকে গ্রেফতার করেছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সহিংসতা এবং নাশকতার ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত এবং গ্রেফতার করতে গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ পর্যন্ত ২৪৩টি মামলায় ২৮২২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250