বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের বৃহত্তম ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে নতুন পর্ষদ গঠন করা হবে, যা স্বতন্ত্র পরিচালকদের দ্বারা পরিচালিত হবে।
বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে জানান, এস আলম গ্রুপের সব শেয়ার সরকারের অধীনে নেওয়া হবে। এস আলম যদি সমস্ত দায় পরিশোধ করে তবে তাদের শেয়ার ফেরত দেওয়া হবে, অন্যথায় সমন্বয় করা হবে। নতুন পরিচালকদের নিয়োগ দেওয়ার আগে আগের পরিচালকরাও ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের নিয়োগ দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র অনুযায়ী, ইসলামী ব্যাংকের প্রায় ৮২ শতাংশ শেয়ার এস আলম গ্রুপের দখলে রয়েছে। নতুন পর্ষদে অধিকাংশ স্বতন্ত্র পরিচালক থাকতে পারে।
এস আলম গ্রুপ শুধু ঋণ জালিয়াতি বা নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম করেনি, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একক ব্যক্তি বা গোষ্ঠী একটি ব্যাংকে সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ারের মালিকানা নিতে পারে। ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নামে-বেনামে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১৬৫টি শেয়ার নিয়েছে, যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ।