শিরোনাম

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আর এই দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়া, গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।

বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং এদিন সাধারণ ছুটি থাকবে। একইসঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

একই দিন জারি করা অপর একটি পরিপত্রে জানানো হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগেও ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ দুটি পরিপত্র জারি করেছিল, যেখানে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

তাছাড়া, গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হওয়া শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে।