দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সিসমোলজিস্টদের তথ্যমতে, এই ভূমিকম্প চীন, তিব্বত, ভূটান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে ভূমিকম্পটি কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে অনুভূত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে ও মাকওয়ানপুর জেলার মানুষও ভূমিকম্পের কম্পন টের পেয়েছে। খবরটি প্রকাশ করেছে কাঠমান্ডু পোস্ট।
এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল নেপালের চীনা সীমান্তের শিগাতসে এলাকা থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল প্রাথমিকভাবে ৭.১ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ফলে এটি একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এই ভূমিকম্প অঞ্চলব্যাপী বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর তীব্র কম্পনের কথা শেয়ার করেছেন। তিব্বত, নেপাল (কাঠমান্ডু সহ), ভারত, ভূটান এবং বাংলাদেশের কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।