শিরোনাম

১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে যুক্ত করা হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের গ্রাফিতি। তবে অন্যান্য বছরের মতো এবার ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হবে না।

রোববার (৮ ডিসেম্বর) খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বই বিতরণে বিলম্বের কারণ উল্লেখ করে তিনি বলেন, “বাইরের একটি দেশের মাধ্যমে বই ছাপার পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর সেই টেন্ডার বাতিল করা হয়। পরে নতুন টেন্ডার আহ্বানের কারণে বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে। তবে জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের বই বিতরণ সম্পন্ন হবে।”

নতুন কারিকুলামের প্রভাব নিয়ে উপদেষ্টা বলেন, “নতুন কারিকুলামের ফলে শিক্ষার্থীদের ওপর কিছুটা চাপ পড়বে। তবে এটি সাময়িক এবং গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তনের প্রভাব হিসেবে মেনে নিতে হবে। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।”

এছাড়া তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি আগামী বছর থেকেই শুরু হবে। তিনি আরও বলেন, “বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ বর্তমানে বাজেটের মাত্র দুই শতাংশ, যা ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী ছয় শতাংশ হওয়া উচিত। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিও সময়ের দাবি।”

শিক্ষা খাতে গাইড বই ও প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, শহরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। পাশাপাশি শিক্ষক নিয়োগে বিজ্ঞান ও গণিতে দক্ষ ব্যক্তিদের জন্য ২০ শতাংশ অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসাইন শওকতসহ বিভাগের ১০ জেলার প্রশাসক এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কর্মকর্তারা।

  • usharbani
  • ঊষারবাণী
  • বই উৎসব
  •