শিরোনাম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ দিন আগে
ছবি : সংগৃহীত

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে নানা কর্মব্যস্ততায় সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।

এর আগে সকাল ৯টার দিকে তিনি পুত্রাযায়ায় পৌঁছান। পারদানা পুত্রা ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের মালয়েশিয়ার কূটনীতিক, ব্যবসায়ী এবং অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পরে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন ড. ইউনূস। স্থানীয় সময় সকাল ১০টার দিকে আনোয়ার ইব্রাহীম ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ব্যবসায়ী সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। তিন দিনের এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ ও জ্বালানি খাত, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।