শিরোনাম

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে—ক্লাসিক সাহিত্য অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া খাত উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত যৌথ উদ্যোগ।

এছাড়া, উভয় দেশ যৌথভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। এসব ঘোষণার মধ্যে রয়েছে—

  1. বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনার সূচনা
  2. চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল চালুর ঘোষণা
  3. মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর
  4. একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
  5. একটি কার্ডিয়াক সার্জারি যানবাহন অনুদান প্রদান

এর আগে, শুক্রবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের সরকারি সফরে চীন যান।