আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সব পাঠ্যবই এবং মাধ্যমিকের তিনটি আবশ্যিক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ১ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের এসব বই বিতরণ সম্পন্ন করতে হবে। এছাড়া, ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব শ্রেণির বই ছাপা শেষ করার জন্য ছাপাখানার মালিকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় ছাপাখানার মালিকদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “পাঠ্যপুস্তক সময়মতো মুদ্রণ, বাঁধাই ও বিতরণ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করেছি, এবং আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।”
সভায় ছাপাখানার মালিকরা তাদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যবই দ্রুত ছাপানোর আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় ১২ বছর আগের শিক্ষাক্রম পুনরায় চালু হয়েছে। এ কারণে নতুন বছরে ছাপা বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ১৬ লাখে। একইসঙ্গে, এই উদ্যোগ বাস্তবায়নে ছাপার বাজেটও বেড়েছে।