শিরোনাম

বাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরাইল’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) উল্লেখ যুক্ত করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ইসরাইল’ বাক্যটি যুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত ১৫ ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে আন্দোলনে নামে। পরে ১৮ মার্চ তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেয়। সেসময় তিনি এই দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন এবং জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি পুনর্বহাল করে।

এ ছাড়া, ইসরাইলের গাজায় চালানো হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে কয়েকটি সংগঠন ও ব্যক্তি এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করে আসছিল। গত ৮ এপ্রিল ইসলামী ছাত্রশিবির, ৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং সর্বশেষ ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকেও একই দাবি জানানো হয়।