ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন আয়কর সার্কেলগুলোর অধীনে থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর মঙ্গলবার (২২ অক্টোবর) জারি করা এক আদেশে এ তথ্য জানিয়েছে।
এ আদেশে আরও বলা হয়েছে, সব তফশিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্যও আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের প্রক্রিয়া সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু করেছে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এছাড়াও, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ ও টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে। পূর্ববর্তী বছরের ই-রিটার্নও ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা রয়েছে।
ই-রিটার্ন দাখিল সংক্রান্ত যে কোনো সমস্যায় সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টারও চালু করেছে।