শিরোনাম

গাজীপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু, স্টেশেন যাত্রীদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে
ছবি : সংগৃহীত

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন ট্রেন চলাচলের খবর পেয়ে সকাল থেকেই স্টেশনে ভিড় জমায় অসংখ্য যাত্রী। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গাজীপুরের বাসিন্দারা জানান, নতুন ট্রেন চালুর মাধ্যমে ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রেলপথ উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটেও এই ধরনের কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

পরে ফাওজুল কবির খান মেট্রো রেলের আদলে নির্মিত নতুন কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাশ্রম পর্যন্ত ভ্রমণ করেন।

গাজীপুর-ঢাকা রুটে নতুন যে ট্রেনগুলো চালু হয়েছে সেগুলো হলো: তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩, তুরাগ কমিউটার-৪, এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩, জয়দেবপুর কমিউটার-৪

ট্রেন চলাচলের সময়সূচি:

  • তুরাগ কমিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকবে, আর জয়দেবপুর কমিউটার প্রতি শনিবার বন্ধ থাকবে।
  • তুরাগ কমিউটার-২ ভোর সাড়ে ৬টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।
  • তুরাগ কমিউটার-৪ রাত সোয়া ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
  • জয়দেবপুর কমিউটার-২ সকাল ৭টা ১০ মিনিটে এবং জয়দেবপুর কমিউটার-৪ দুপুর সাড়ে ১২টায় জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এই ট্রেনগুলো তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
  • তুরাগ কমিউটার-১ বিকেল ৫টায় ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
  • জয়দেবপুর কমিউটার-১ বিকেল ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
  • জয়দেবপুর কমিউটার-৩ বেলা ১১টায় ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।
  • তুরাগ কমিউটার-৩ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। এই ট্রেন তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে থামবে।

নতুন ট্রেনগুলোর মাধ্যমে যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • গাজীপুর-ঢাকা
  • ট্রেন
  •