শিরোনাম

চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করবে সরকার: আসিফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অক্ষম কারখানা বন্ধের ঘোষণা: শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিতের প্রতিশ্রুতি

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চালানোর সক্ষমতা না থাকা কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে। বুধবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, “যেসব কারখানায় উৎপাদন সক্ষমতা নেই এবং অর্ডারের ঘাটতি রয়েছে, সেগুলো মূল্যায়নের ভিত্তিতে বন্ধ করা হবে। তবে শ্রমিকদের বেতন-ভাতা যথাযথভাবে পরিশোধ করা হবে।”

শ্রমিক অসন্তোষ ও বর্তমান পরিস্থিতি

সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ আগস্টের শেষ দিকে শুরু হয়। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানায় বেতন-ভাতা নিয়ে শ্রমিক আন্দোলন চলছে।

বেতন-ভাতা ও অর্থপাচারের অভিযোগ

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলাম আমিন জানিয়েছেন, শ্রমিকরা কম মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অভিযোগ করেন, “কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের বঞ্চিত করে তাদের পুঁজির বড় অংশ বিদেশে পাচার করছেন। এর ফলে পুরো শিল্প খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।”

বহিরাগত ইন্ধনের অভিযোগ

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, চলমান শ্রমিক অসন্তোষে বহিরাগতদের ইন্ধন রয়েছে। তিনি বলেন, “এ ধরনের উসকানিদাতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”

সরকারের অবস্থান

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান সম্প্রতি বলেছেন, “যেসব কারখানা আর্থিকভাবে অক্ষম এবং শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছে না, সেগুলো বন্ধ করা হবে। তবে এসব কারখানার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

প্রধান রপ্তানি খাতের অস্থিরতার সমাধান প্রয়োজন

তৈরি পোশাক খাত বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের উৎস। এ খাতে চলমান অস্থিরতা দ্রুত সমাধানের লক্ষ্যে সরকার, মালিক ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বেতন-ভাতা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কারখানাগুলোর দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া উচিত।