বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। সোমবার (৯ ডিসেম্বর) তাঁর সফরকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে এবং চলমান অস্থিরতা নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে মন্তব্য:
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভালো জায়গায় যাক। এই সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ।”
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বহুমুখী সম্পর্ক রয়েছে, যা ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং অভিন্ন নদীগুলোর সঙ্গে জড়িত। এই সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
বৈঠক ও আলোচনার বিষয়:
প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু, বিশেষ করে অসম চুক্তি, নদীর পানি বণ্টন এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
প্রেস সেক্রেটারির উপদেষ্টা অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক স্বার্থে গ্রহণযোগ্য সমাধানের ওপর। অসম চুক্তি নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে।
মিথ্যা তথ্য ও অপপ্রচার মোকাবিলা:
বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা ভারতীয় গণমাধ্যমকে স্বাগত জানাই। তাদের মাঠপর্যায়ে এসে প্রকৃত তথ্য সংগ্রহ করতে বলেছি, যাতে অপতথ্য দূর হয়।”
এছাড়া, ফেসবুকের মালিকানাধীন মেটার সঙ্গে সরকারের আলোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “অপতথ্য ও ভুল তথ্য ডিটেক্ট করে মেটার কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে।”
বন্দি বিনিময় চুক্তি ও শেখ হাসিনার ফেরত আনার প্রসঙ্গ:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শফিকুল আলম। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।
সরকারের অবস্থান:
গুজব এবং অপতথ্যের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, মেটা তাদের তৃতীয় পক্ষের মাধ্যমে এসব নজরদারি করছে। সরকার চায়, ফেক নিউজ বা অপতথ্য যেন দ্রুত রিমুভ হয়।
সংবাদ সম্মেলনের অন্যান্য তথ্য:
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।