জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে দেশকে চারটি প্রদেশে বিভক্ত করার সুপারিশ করেছে। প্রস্তাবিত পরিকল্পনায় পুরাতন চারটি বিভাগের সীমানা অনুযায়ী প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশপত্র হস্তান্তর করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং সরকারি কার্যপরিধির সম্প্রসারণের ফলে বিদ্যমান প্রশাসনিক কাঠামো যথেষ্ট কার্যকর মনে হচ্ছে না। বর্তমান এককেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থায় মন্ত্রণালয় পর্যায়ে অসংখ্য খুঁটিনাটি কাজ পরিচালিত হয়, যা বিকেন্দ্রীকরণের মাধ্যমে আরও কার্যকর করা সম্ভব।
ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও উন্নত সেবাপ্রদানের লক্ষ্যে পুরাতন চারটি বিভাগের সীমানা অনুযায়ী চারটি পৃথক প্রদেশ গঠনের সুপারিশ করা হয়েছে। এর ফলে সরকার ব্যবস্থার কেন্দ্রীকরণ কমবে এবং রাজধানী ঢাকার ওপর প্রশাসনিক চাপ হ্রাস পাবে।
প্রতিবেদনে কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ঢাকা ও নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে “গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি” গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।