শিরোনাম

মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

শিক্ষাখাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় আন্তরিক অন্তর্বর্তী সরকার: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

শিক্ষাখাতের চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য সুশাসন ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার জানিয়েছেন, বিশেষভাবে মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত “মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “বিগত সরকারের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষাব্যবস্থা সংকটের মুখে পড়েছে। শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা পুনরুদ্ধারে আমাদের সরকারের মূল লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কার করা।”

তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে শিক্ষার্থীরা কর্মসংস্থান ও বাস্তব জীবনের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।”

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করে শিক্ষা উপদেষ্টা বলেন, “কোনো ব্যক্তির পোশাকের ভিত্তিতে তাকে ভুলভাবে চিহ্নিত করা উচিত নয়। অতীতে এ ধরনের ঘটনাও ঘটেছে। মাদ্রাসাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধ ঘটলে যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করা হবে।”

আলোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার গুণগতমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের জন্য নীতি-নির্ধারকদের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।