শিরোনাম

৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয় : বিএনপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বিএনপি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনকে একই পরিপ্রেক্ষিতে উপস্থাপন করা হয়েছে, যা যথার্থ নয়। দলটি রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তাও স্বীকার করে না।

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের লিখিত মতামত জমা দেয় বিএনপি। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনায় সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকা উচিত ছিল, যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিএনপির মতে, সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এর প্রস্তাবনা। তবে প্রস্তাবনাটি পুরোপুরি সংশোধন বা নতুন করে রচনার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনকে একই পর্যায়ে ফেলা হয়েছে। বিএনপির দৃষ্টিতে এটি যথাযথ নয়। তিনি আরও বলেন, বিষয়টি সংবিধানের অন্য কোনো অংশ, বিশেষ করে তফসিল অংশে সংযোজনের সুযোগ রয়েছে, যা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়েছে।

রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে প্রচলিত নামের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। এটি পরিবর্তন করলে বাস্তবিকভাবে কতটুকু সুফল আসবে, তা প্রশ্নসাপেক্ষ। ফলে বিএনপি এ প্রস্তাবের সঙ্গে একমত নয়।

এ ছাড়া, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নির্বাচনী সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকা উচিত বলে বিএনপি মত দিয়েছে। তিনি জানান, সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনও একই মত প্রকাশ করেছে।