এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর এবং চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি আয়োজিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সিনিয়র সহসম্পাদক গৌরব গুপ্ত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
গৌরব গুপ্তর মতে, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট আটটি দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ওমান। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও আবু ধাবিতে। ২১ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কোনো কর্মকর্তা স্বশরীরে ঢাকায় উপস্থিত হচ্ছেন না; তারা ভার্চুয়ালি সভায় অংশ নেবেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়নের কারণে দুই দেশের মধ্যে নির্ধারিত সাদা বলের সিরিজ বাতিল করা হয়েছে। একই কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রতিনিধিরাও শুরুর দিকে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছিল। তবে সভার আগেই এসব জটিলতার সমাধান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।