দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এবারের স্কোয়াডে রয়েছে বেশ কিছু নতুন মুখ ও পরিবর্তন।
বুধবার (৩০ জুলাই) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই দুই ফরম্যাটের দল।
টি-টোয়েন্টি দলে জায়গা পাননি জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, কুপার কনোলি এবং জেভিয়ার বার্টলেট। তবে বার্টলেট ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। তরুণ অলরাউন্ডার মিচেল ওয়েন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে দারুণ পারফর্ম করেছিলেন, এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আমরা দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের খেলোয়াড়দের নমনীয়তা ও গভীরতা আশাব্যঞ্জক ছিল। নতুন কিছু মুখ যেমন মিচ ওয়েন ও ম্যাট কুহনেমান আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এছাড়া নাথান এলিস পাঁচ ম্যাচের জন্য প্রস্তুত থাকাও ইতিবাচক দিক।”
এই ঘোষিত স্কোয়াডে তরুণ এবং অভিজ্ঞদের মিশেলে ভবিষ্যতের পরিকল্পনার আভাস দিয়েছে অস্ট্রেলিয়া, যেখানে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দল গঠনের ছাপ স্পষ্ট।