শিরোনাম

বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজে দ্বিতীয়বারের মতো সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলেও তা ধরে রাখতে পারেনি টাইগাররা। এরপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৮৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ, ফলে সিরিজ এখন ১-১ সমতায়। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল। টাইগারদের সামনে রয়েছে ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে জয় দিয়ে সফর শেষ করার সুযোগ।

এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে সর্বশেষ জয়টি ছিল তাদের দ্বিতীয় সাফল্য। এই জয় দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ করে লিটন দাসের ফর্মে ফেরা দলের জন্য বড় স্বস্তির খবর। আজকের ম্যাচেও তার কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর রানাসিংহ প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সেখানে টস জিতে পরে ব্যাট করা দল বেশিরভাগ সময় জয়ী হয়েছে—গত ১০টি ম্যাচের ৯টিতেই রান তাড়াকারীরা জয় পেয়েছে। প্রথম ইনিংসে গড় রান মাত্র ১২৫, ফলে আগে ব্যাট করা দল কিছুটা চাপে থাকে। এ ছাড়া আজ রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শ্রীলঙ্কার জন্য ম্যাচটি অনেকটাই মর্যাদা রক্ষার। দ্বিতীয় ম্যাচে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোরের লজ্জায় পড়েছিল তারা। ওয়ানডে সিরিজেও দ্বিতীয় ম্যাচে হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। আজও তারা একইভাবে ঘুরে দাঁড়াতে চাইবে। ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশানকার ব্যাটে বড় ইনিংসের আশা করছে শ্রীলঙ্কা, কারণ সিরিজের প্রথম ম্যাচে তাদের ব্যাটেই জয় এসেছিল।

অধিনায়ক চারিথ আসালাঙ্কার জন্য চ্যালেঞ্জ হচ্ছে সঠিক একাদশ নির্বাচন করা। প্রেমাদাসার উইকেট বিবেচনায় ব্যাটিং শক্তিকে গুরুত্ব দিতে হতে পারে। স্পিন আক্রমণে ওয়ানিন্দু হাসারাঙ্গার অনুপস্থিতি এখনো অনুভূত হচ্ছে। তার বদলি হিসেবে সুযোগ পাওয়া জেফ্রি ভ্যান্ডারসে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি।

বাংলাদেশের স্পিনাররা ইতোমধ্যে ভালো ছন্দে রয়েছেন। বিশেষ করে রিশাদ হোসেন গত ম্যাচে তিন উইকেট নিয়ে সাত মাস পর টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং করেছেন।

সবকিছু মিলিয়ে এই ম্যাচে রয়েছে টান টান উত্তেজনা। কে হাসবে শেষ হাসি—বাংলাদেশ না শ্রীলঙ্কা—তা নির্ধারিত হবে আজ রাতের ম্যাচেই।