রোমাঞ্চে ভরা এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে গ্লোবাল সুপার লিগে দারুণ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ক্যারিবীয় দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে এবারের আসর শুরু করল তারা।
গায়ানার প্রোভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রংপুর। জবাবে ১৯.৫ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা।
রংপুরের ইনিংসের সূচনা করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এই দুই ওপেনারের ব্যাটে আসে ৪৯ রানের জুটি। সাইফ ১৮ বলে ১৮ রান করে গুতাকেশ মোতির শিকার হন। এরপর দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। মোতি ও ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে ১১ রানের ব্যবধানে তিন ব্যাটার বিদায় নেন।
তবে ইনিংস ধরে রাখেন কাইল মায়ার্স। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে গড়েন ৭৬ রানের অপরাজিত জুটি। মায়ার্স ৩১ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন (৩ চার, ২ ছক্কা)। ইফতিখার করেন ২১ বলে ৩৪ রান। গায়ানার পক্ষে মোতি ও তাহির নেন দুটি করে উইকেট।
জবাবে গায়ানা শুরুটা ভালো করলেও মাঝপথে ছন্দ হারায়। ওপেনার জনসন চার্লস করেন ২৮ বলে ৪০ রান, মঈন আলি করেন কিছুটা কার্যকর ইনিংস, কিন্তু জুটি ভাঙতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। চার্লসকে বোল্ড করেন হারমিত সিং, আর মঈনকে ফেরান শামসি।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টাইগার পেসার খালেদ আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে তিনি তুলে নেন হেটমায়ার, রাদারফোর্ড, প্রিটোরিয়াস ও স্প্রিংগারের উইকেট। শেষ ওভারে গায়ানার দরকার ছিল ৯ রান, হাতে ছিল ১ উইকেট। কিন্তু প্রথম বলেই আফগান পেসার ওমরজাই বোল্ড করে দেন উইজেকে, ফলে রংপুর পায় ৮ রানের নাটকীয় জয়।
ম্যাচে খালেদ ৩৬ রানে ৪ উইকেট নেন। শামসি ও ওমরজাই নেন দুটি করে উইকেট করে।