গ্লোবাল সুপার লিগের ফাইনালের দুই দল এখন নিশ্চিত—রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানের নেতৃত্বাধীন রংপুর দল দুবাইকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়। এরপর বৃহস্পতিবার (১৭ জুলাই) হোবার্ট হ্যারিকেন্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে গায়ানা।
প্রথমে ব্যাট করতে নেমে হোবার্ট অলআউট হয়ে যায় মাত্র ১২৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে ফ্যাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে। ম্যাকডারমট, নিখিল চৌধুরী ও মোহাম্মদ নবি করেন সমান ২১ রান। গায়ানার হয়ে গুদাকেশ মোতি তিনটি, আর মঈন আলি ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গায়ানার। ১৭ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। তবে এরপরই দৃশ্যপট পাল্টে দেন শিমরন হেটমায়ার। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারেই হাঁকান ৫টি ছক্কা ও দৌড়ে নেন ২ রান—মোট ৩২ রান ওঠে ওই ওভারে। এর ফলেই পুরো ম্যাচ গায়ানার নিয়ন্ত্রণে চলে যায়।
শেষ পর্যন্ত ১৬.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। হেটমায়ার করেন ১০ বলে ৩৯ রান এবং মঈন আলি করেন ৩৬ বলে ৩০ রান।
এখন ১৯ জুলাই, শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফাইনালে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। যদিও রংপুরের একটি ম্যাচ এখনো বাকি আছে, তবে সেটি ফাইনালের সূচিতে প্রভাব ফেলবে না।