ফিফা ক্লাব বিশ্বকাপে চমক দেখালো ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। টুর্নামেন্টের শেষ ষোলোতে ইতালির শক্তিশালী ক্লাব ইন্টার মিলানকে ২-০ গোলে পরাজিত করে তাদের বিদায় করে দিয়েছে দক্ষিণ আমেরিকার এই দলটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের শার্লট শহরের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১ জুলাই মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নেয় ফ্লুমিনেন্স।
ম্যাচের শুরু থেকেই ইন্টার বল দখলে রেখে খেললেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। বিপরীতে, ম্যাচের তৃতীয় মিনিটেই ফ্লুমিনেন্সের জার্মান ক্যানো গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ইন্টারের রক্ষণভাগ সেগুলো প্রতিহত করে দেয়।
দ্বিতীয়ার্ধেও ইন্টার মিলান একাধিক আক্রমণ চালায়, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ফ্লুমিনেন্সের খেলোয়াড় হারকিউলিস ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন। এ ম্যাচে ইন্টারের দুটি শট পোস্টে লেগে ফিরে আসে, যা ফলাফলকে প্রভাবিত করতে পারতো।
এই জয়ের মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ব্রাজিলিয়ান দল হিসেবে জায়গা করে নিয়েছে ফ্লুমিনেন্স। এর আগে বোতাফোগোকে হারিয়ে শেষ আটে উঠেছিল পালমেইরাস।