শিরোনাম

টি-টোয়েন্টি থেকে অবসরে মিচেল স্টার্ক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে তার বয়স ৩৫ বছর। জাতীয় দলের হয়ে তিনি মোট ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ অংশ নিয়েছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

স্টার্ক ছিলেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি মোট ৭৯টি উইকেট শিকার করেছেন, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং পরিসংখ্যান।

নিজের অবসরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে স্টার্ক লিখেছেন, “টেস্ট ক্রিকেটই সব সময় আমার কাছে সবচেয়ে মূল্যবান। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপ জয় শুধু ট্রফির কারণে নয়, বরং অসাধারণ সতীর্থদের সঙ্গে কাটানো মুহূর্ত ও স্মৃতির জন্য বিশেষ হয়ে থাকবে।”

২০২৬ সালের মাঝামাঝি থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। সূচিতে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর ও নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ম্যাচ। একই বছরের মাঝামাঝিতে অ্যাশেজ এবং এর পর ওয়ানডে বিশ্বকাপও অনুষ্ঠিত হবে।

এসব ব্যস্ত সূচির কথা উল্লেখ করে স্টার্ক আরও বলেন, “২০২৭ সালে ভারতের টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট ও সেরা ফর্মে রাখা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোই এখন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। পাশাপাশি এটি আমাদের বোলিং ইউনিটকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতেও সহায়তা করবে।”