ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুখোমুখি হয়েছিল। ম্যাচটি হাইভোল্টেজ হলেও মাঠে একতরফা দৃশ্য দেখিয়েছে পিএসজি। মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নেয় ফরাসি ক্লাবটি। তারা ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে, আগামী রোববার (১৩ জুলাই)।
শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় পিএসজি। রিয়াল মাদ্রিদ যেন ছিল ছায়াময় এক দল। প্রথম ২৫ মিনিটের মধ্যেই তারা তিনটি গোল হজম করে বসে।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ওসমান দেম্বেলের পাস থেকে ফ্যাবিয়ান রুইজ প্রথম গোলটি করেন। এরপর নবম মিনিটে রুডিগারের ভুলের সুযোগ নিয়ে নিজেই দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে। এরপর ২৪তম মিনিটে আশরাফ হাকিমির সহায়তায় আবারও স্কোরশিটে নাম লেখান রুইজ। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে রিয়াল কিছুটা চেষ্টা করলেও তা ছিল নিষ্প্রভ। ম্যাচের শেষদিকে, ৮৭তম মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন গনকালো রামোস। গোল উদযাপনে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি। জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা গত ৩ জুলাই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ম্যাচে আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামলেও কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রও নিজের সেরা খেলাটা দেখাতে ব্যর্থ হন।