নতুন আঙ্গিকে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ। দীর্ঘ ৬২টি ম্যাচের পর ৩০টি দল বিদায় নিয়েছে, আর এখন চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি দুটি ইউরোপীয় ক্লাব—পিএসজি ও চেলসি।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ফাইনাল। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৮২,৫০০।
মে মাসে মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরা হয় প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে এবার শিরোপার দ্বারপ্রান্তে তারা। আজকের ম্যাচে জয় পেলে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগের পর এই মৌসুমে তৃতীয় বড় ট্রফি জয়ের রেকর্ড গড়বে ফরাসি ক্লাবটি।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল সব শিরোপা জেতা। এটা কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। ফাইনাল সবসময়ই অন্য রকম। আমরা আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না।”
অন্যদিকে, ইংলিশ ক্লাব চেলসি এই মৌসুমে ইউরোপিয়ান মেজর টুর্নামেন্টে সফল না হলেও ক্লাব বিশ্বকাপে অসাধারণ খেলেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে তারা ফাইনালে উঠেছে। মৌসুম শেষ করার আগে একটি বড় শিরোপা জয়ের সুযোগ এসেছে ব্লুজদের সামনে।
চেলসি অধিনায়ক রিস জেমস বলেন, “পিএসজি বিশ্বের অন্যতম সেরা দল, তবে এটি একটি ফাইনাল ম্যাচ, এবং এখানে সবকিছুই সম্ভব। আমরা জানি কিভাবে চ্যালেঞ্জ নিতে হয়। আমাদের দলে আত্মবিশ্বাস রয়েছে এবং আমরা জয়ের জন্যই মাঠে নামব।”
দুই ক্লাব অতীতে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পিএসজি জিতেছে তিনবার, চেলসি দুইবার এবং পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। আজ দেখা যাবে, কারা শিরোপা নিয়ে ইতিহাসে নিজেদের নাম লেখায়।