ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এক দারুণ রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় ইউরোপের দুই জনপ্রিয় ক্লাব জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। টানটান আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা এই ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ, ফলে তারা পা রাখে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচ। দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত একটি হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। জুভেন্টাস সমতায় ফেরার চেষ্টা চালালেও রিয়ালের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা ব্যর্থ হয়। ফলে পাঁচবারের শিরোপাজয়ী রিয়াল স্বস্তির জয় নিয়েই পৌঁছে যায় শেষ আটে।
এই ম্যাচেই প্রথমবার মাঠে নামেন রিয়ালের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে অভিষেক ম্যাচে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।
প্রথমার্ধে বল দখলের দিক থেকে উভয় দলই ছিল প্রায় সমানে সমান, তবে আক্রমণ গঠনে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তাদের ২২টি শটের মধ্যে ১১টি ছিল গোলবারে লক্ষ করা। একমাত্র সফল সুযোগটি আসে গার্সিয়ার হেড থেকে। বিপরীতে জুভেন্টাস ৬টি শট নিলেও মাত্র ২টি ছিল লক্ষ্যভেদী, এবং সেগুলোর কোনোটিই তেমন হুমকির ছিল না।
৫৪তম মিনিটে গার্সিয়া চলতি আসরে নিজের তৃতীয় গোলটি করেন। গোল হজমের পর পরই গোল শোধের এক সুবর্ণ সুযোগ পেয়েছিল জুভেন্টাস, কিন্তু ফ্রান্সিসকোর প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্যদিকে ভালভের্দের একটি দর্শনীয় ওভারহেড কিক প্রতিহত করেন জুভেন্টাসের গোলকিপার দি গ্রেগরিও।
ম্যাচের একেবারে শেষ দিকে কোলো মুয়ানি ডি-বক্সে পড়ে গেলে জুভেন্টাস পেনাল্টির আবেদন জানায়, তবে রেফারি সেই দাবি নাকচ করে দেন। শেষ পর্যন্ত গার্সিয়ার একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ জায়গা করে নেয় ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।