শিরোনাম

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই দলে চমক হিসেবে দীর্ঘদিন পর ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা।

সোমবার (৭ জুলাই) ঘোষিত দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে চরিথ আসালঙ্কার হাতে। দাসুন শানাকা সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে, প্রায় এক বছর পর আবারও জাতীয় দলে জায়গা পেলেন তিনি। দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার চামিকা করুনারত্নেও।

তবে শানাকার অন্তর্ভুক্তির ফলে বাদ পড়েছেন ব্যাটার ভানুকা রাজাপাকসে। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে ব্যর্থতা তার বাদ পড়ার অন্যতম কারণ। সেখানে তিনি দুটি ম্যাচে মাত্র ১৪ রান করেছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ জুলাই পাল্লেকেলেতে। এরপর ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই কলম্বোতে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভাল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ তিকসানা, জেফ্রি ভ্যান্ডারসাই, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।