শিরোনাম

ঢাকাসহ ৩ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে দেশের তিনটি বিভাগ—ঢাকা, খুলনা ও বরিশালে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত এবং সম্ভাব্য জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লেখিত বিভাগগুলোর বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

অন্যদিকে, সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ওই এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত।

অবশেষে, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে, যা সারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।