জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণহানির পর গোপালগঞ্জে বিরাজ করছে চরম উত্তেজনা। জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে।
১৬ জুলাই (বুধবার) সকাল থেকে শহরজুড়ে দেখা যায় থমথমে পরিবেশ। আগের রাতের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। সকাল থেকেই অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কারফিউয়ের কারণে।
সরাসরি ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। শুধু জীবিকার তাগিদে কিছু দিনমজুর ও খেটে খাওয়া মানুষকে রাস্তায় দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে দেড় হাজারের বেশি পুলিশ সদস্য। সঙ্গে রয়েছে সেনাবাহিনী, ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।