শিরোনাম

হিজবুল্লাহর অতর্কিত হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের অতর্কিত হামলায় ২ জন ইসরায়েলি সেনা নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। ২ অক্টোবর সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আহত ও নিহত সেনারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে লেবাননে প্রবেশের চেষ্টা করছিলেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েল মঙ্গলবার লেবাননে প্রথম স্থল হামলার ঘোষণা দেয়। বুধবারই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জন্য লেবাননে স্থল হামলা চালানো গাজার মতো সহজ হবে না। লেবাননে প্রবেশের সময় তাদের সেনাদের বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

হিজবুল্লাহর যোদ্ধারা বিশেষভাবে স্থল যুদ্ধের জন্য প্রশিক্ষিত এবং তাদের সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তারা সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে।

আল জাজিরা জানিয়েছে, ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর এই অতর্কিত হামলাকে তাদের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে পিছু হটতে হয়েছে। এর আগে শহরে প্রবেশের আগে ইসরায়েলি বাহিনী ব্যাপক কামান হামলা চালিয়েছিল।

  • usharbani
  • ইসরায়েল
  • ঊষারবাণী
  • হিজবুল্লাহ
  •