শিরোনাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ দিন আগে
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই কয়েক ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে অন্যতম ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার আদেশ, যা তার পূর্ব প্রতিশ্রুতির অংশ।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। স্বাক্ষরের পর তিনি বলেন, “এটি একটি বড় পদক্ষেপ।”

ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রকে এই সংস্থায় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অর্থ প্রদান করতে হয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশও বাতিল করেছেন।

ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনায় ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প ঘোষণা করেন যে, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন।

ভাষণের কিছু সময় পরই ট্রাম্প বিভিন্ন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মধ্যে প্রথমেই বাইডেনের ৭৮টি আদেশ বাতিল করা হয়। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের আদেশেও স্বাক্ষর করেন তিনি।