রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন।
২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় এক নিরাপত্তাকর্মীর বাসায় গৃহশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাহিদুল ইসলাম। আরবি পড়ানোর সময় শিশুটিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তিনি পাশবিক নির্যাতন চালান। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রায়ের বিষয়ে বলেন, “ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। আদালতের এ সিদ্ধান্ত অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করবে।”
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন এ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।