শিরোনাম

আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

শনিবার (২৬ জুলাই) সকালে জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকাল ৯টা ১০ মিনিটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পিতার নাম হাবিবুর রহমান এবং মায়ের নাম রাশেদা ইয়াসমিন।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) সকালে এবং দুপুরে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও মাকিন (১৩)—মারা যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এখনও প্রায় ৫০ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন সিএমএইচে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে (পরিচয় অজ্ঞাত) এবং একজন ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রাইমারি শাখার নিচতলার কয়েকটি কক্ষে আগুন ধরে যায়, যেখানে ক্লাস চলাকালীন অবস্থায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান করছিলেন। দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হন।